মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে অভিবাসীদের প্রস্তাবিত নতুন আইন বাতিলের দাবি




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স):

ফ্রান্সে অভিবাসীদের স্বাস্থ্য সুবিধা  ও বৈধকরণ নিয়ে সিনেটের প্রস্তাবিত নতুন আইন বাতিলের দাবীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার (৬ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের পিটিট গ্যালারি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের নিয়ে কাজ করে সিমাদ, সলিডারিটি আঁজি ফ্রান্স, এমোনেশটি ন্যাশনাল, দম আজিল, ইমাউসের মত ৩৫ টি সংগঠনের যৌথ উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মূলত: ফ্রান্সের সিনেটে প্রস্তাবিত নতুন আইন হতে যাচ্ছে অবৈধদের স্বাস্থ্য সুবিধা “এমি” বন্ধকরণ, নবাগতদের বৈধ হতে কঠোর থেকে কঠিন প্রদ‌ক্ষেপ গ্রহণ, ফ্রান্সে বসবাসরতদের পরিবার আনতে দেড় থেকে দুই বছর সময় বৃদ্ধি, কাজের নিরাপত্তাহীনতা, কর্মক্ষেত্র জুলুম, নির্যাতনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেছেন৷

সিনেটের প্রস্তাবিত আইনে বৈষম্যের আচরণ মূলক আইন করা হচ্ছে বলে মনে করছেন সংস্থার পরিচালকবৃন্দ ৷

সলিডারিটি আঁজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট নয়ম এনকে বলেন, আশ্রয় আবেদন প্রার্থী যে কোন দেশের মানুষই হতে পারবে। তাদেরকে রাজনৈতিক আশ্রয় আবেদনের ফরম যেটি রয়েছে তা দিয়ে দেওয়া হবে। সবারক্ষেত্রে পূর্বের এই নিয়ম বহাল থাকবে। নতুন নিয়ে যা যোগ করা হবে তা হলো কাজের যে অনুমতির ক্ষেত্রে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের দেশ থেকে যারা আসবে তাদেরকে শুধুমাত্র দিতে যাচ্ছে শুরু থেকে। এছাড়া অন্য দেশের মানুষদেরকে ৬ মাস অপেক্ষা করতে অপেক্ষা করতে হবে। তারপর মালিকের কাজ লাগবে সাথে আনুষঙ্গিক যা লাগবে সবকিছু দিয়ে কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবে।’

তিনি বলেন, যারা অনিয়মিত এদের স্বাস্থ্য সুবিধা ‘এমি ‘ বন্ধ করে দেওয়া হলে লক্ষাধিক অভিবাসীদের জীবন ঝুঁকিতা পড়তে পারে, যা একটি মানবাধিকার, সমঅধিকারের এক দেশে দুই আইন কখনো সমর্থন করে না।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: