আবুল কালাম মামুন, ফ্রান্স থেকে:
প্রবাসজীবনের একঘেয়েমি কাটিয়ে ওঠা ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বরাবরের মতো এবারও ফ্রান্সে আয়োজন করা হয় বরিশাল বিভাগীয় কমিউনিটির বার্ষিক মিলনমেলা।
গত ২০ জুলাই, রোববার, প্যারিসের নিকটবর্তী ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কুরসেস সমুদ্রসৈকতে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত এই সৈকতজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি।
দিনের শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও, তাতে আনন্দে ভাটা পড়েনি বরং উৎসবের আমেজ আরও রঙিন হয়ে ওঠে। তিন ঘণ্টার যাত্রাপথজুড়ে অংশগ্রহণকারীরা গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন।
মধ্যাহ্নভোজের ঠিক আগমুহূর্তে আবারও বৃষ্টি শুরু হলেও, পরে আবহাওয়া কিছুটা শান্ত হলে সুশৃঙ্খলভাবে দেশীয় খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে অনেকেই সমুদ্রসৈকতে ঘুরে বেড়ান, ছবি তোলেন প্রিয়জনদের সঙ্গে, আর অনেক যুগল সেলফির মাধ্যমে স্মৃতি ধরে রাখেন।
বিকেলে আয়োজন করা হয় মজার মজার খেলাধুলা। নারীদের বালিশ বদল ও পুরুষদের মোরগের লড়াই ছিল দর্শনীয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, যেখানে ২০ জন সৌভাগ্যবান বিজয়ী পুরস্কার লাভ করেন। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিশু ও নারীদেরকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ এবং সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন খান ওয়াদুদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শেখ শামীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
প্রধান উপদেষ্টা – এনামুল হক স্বপন,
উপদেষ্টা – সাইফউদ্দিন খান রিপন, জাকির খান, আতাহার আলী খান হানিফ;
সহ-সভাপতি – ফিরোজ খান, আবেদীন আব্দুস সালাম, রফিকুল ইসলাম নবীন, সফিকুল ইসলাম হিমু, আরিফুর রহমান আরিফ, আব্দুস সালাম কররানী, শহিদুর রহমান খান কবির;
যুগ্ম সম্পাদক – হোসাইন মনির;
সাংগঠনিক সম্পাদক – মারুফ ফয়সাল, সফিকুল ইসলাম রাজ্জাক, মনিরুল ইসলাম, তপু খান, মোর্শেদ্দুজ্জামান শিমুল, মামুন চৌধুরী;
মহিলা সম্পাদিকা – ইসরাত জাহান লুসি;
সহ-মহিলা সম্পাদিকা – জয়া জেরিন নুপুর;
প্রচার সম্পাদক – সৈকত মৃধা;
ক্রীড়া সম্পাদক – আব্বাস উদ্দিন;
দপ্তর সম্পাদক – মোঃ ইমরান শিকদার;
এছাড়া আতাউর রহমান, আশীষ কুমার বিশ্বাস, জামাল উদ্দিন, লিটন গোমস্তা, মোঃ বেল্লালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন–
স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন,
ঢাকা ক্লাব ফ্রান্সের সভাপতি মোঃ রানা রহমান,
ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,
কমিউনিটি ব্যক্তিত্ব জামান সিদ্দিকসহ আরও অনেকে।
এক বার্তায় বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল জানান, “প্রবাস জীবনের একঘেয়েমি কাটানো ও প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই প্রতিবছর এই সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তারা মিলনমেলায় অংশ নেওয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।