শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে মাদারীপুর জেলা এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত




ডেস্ক রিপোর্টঃ

“প্রবাসে দেশের শিকড়”— এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ফ্রান্সে বসবাসরত মাদারীপুরবাসীরা একসঙ্গে মিলিত হলেন ডোভিল সমুদ্রসৈকতে। মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত এ বার্ষিক আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলন মেলা পরিণত হয় প্রবাসীদের প্রাণের উৎসবে।

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও একদিনের জন্য মিলিত হলেন ফ্রান্সে বসবাসরত মাদারীপুর জেলার মানুষ। প্যারিস থেকে যাত্রা করে নরমোন্ডি ডোভিল সমুদ্রসৈকতে দিনব্যাপী আয়োজিত এই ভ্রমণে অংশ নেন ফ্রান্সে বসবাসরত মাদারীপুর বাসী ও তাঁদের পরিবার।

আয়োজনে ছিল খাওয়া দাওয়া, নানান বিনোদন ও খেলাদুলার প্রতিযোগিতা—ছেলেদের মোরগ লড়াই, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ বদল খেলা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এসব খেলায় অংশ নিয়ে আনন্দে মেতে ওঠেন ছোট-বড় সবাই। পরে অংশগ্রহণ কারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা চাই আমাদের এলাকার মানুষ একে অপরের খোঁজখবর রাখুক, সম্পর্ক বজায় থাকুক। এই ধরনের আনন্দ ভ্রমণ আমাদের ভবিষ্যৎ বন্ধনকে আরও দৃঢ় ঐক্যবদ্ধ করবে।”

সাধারণ সম্পাদক ইনামুল হক জানান, “প্রতিবছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে একটি আনন্দময় দিন কাটাতে। প্রবাসে থেকেও আমরা যেন গ্রামের উঠোনের মিলনমেলার স্বাদ পাই, সেটাই আমাদের লক্ষ্য।”

দিনব্যাপী এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাসির উদ্দীন ও হান্নান হাওলাদার, পরিচালক রোকন উদ্দিন ও মিয়া মস্তফা, সহ-সভাপতি মনির মৃধা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সুজন মাতুব্বর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আজিজুল হক। এছাড়াও কামরুল ইসলাম, তুষার ইমরান, বাবু, সবুজ আহমেদ প্রমুখ।

অংশগ্রহণকারীদের মতে, এই আয়োজন শুধু আনন্দের নয়, বরং প্রবাসী মাদারীপুরবাসীর পারস্পরিক সম্পর্ক ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: