শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে প্রথম আন্তর্জাতিক প্যারিস টাইমস বইমেলা সম্পন্ন




লেখক–পাঠকের মিলনমেলা, নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ‘প্যারিস টাইমস’ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত লেখক ও পাঠকেরা মিলিত হন এ মেলায়।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন গ্রন্থের স্টল বসে। পাশাপাশি মোড়ক উন্মোচন করা হয় হাসানুজ্জামান রিপনের গ্রন্থ ‘বলা বাহুল্য’ এবং ফরিদ আহমদ রনির আলোকচিত্র ও ভ্রমণভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্তাহ মেয়র মিশেল ফোরকেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপন, কাউন্সিলার আরবিদাহ এইট এহিকিটোনে, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, সিকুয়া বাঙালি এসোসিয়েশনের সভাপতি সুরুপ সুদিয়াল, আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম ও রানা তাসলিম, ফটোগ্রাফার আলেক্সান্দ্রা রোসিনস্কি, জিন্নুরাইন জায়গীরদার, সালেহ আহমেদ চৌধুরী, সাফের প্রেসিডেন্ট এন কে নয়ন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফাতেমা খাতুন, ফৌজিয়া খাতুন রানা, রবি শংকর মিত্র এবং স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপনসহ প্রবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলায় ছিল কবিতা পাঠ, ছোটগল্প উপস্থাপন, আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা। হলের বাইরে বসে দেশীয় খাবারের পিঠা–পুলির স্টল, শিশুদের খেলনা, দেশীয় কাপড়, চটপটি ও বাহারি খাবারের দোকান।

ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত দর্শনার্থীরা প্রথমবারের মতো এ ধরনের শিক্ষণীয় ও রুচিশীল আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁদের মতে, প্যারিসের মতো শহরে আন্তর্জাতিক বইমেলা কেবল প্রবাসী বাংলাদেশিদের সাহিত্য–সংস্কৃতির বিকাশেই নয়, বরং বাংলাদেশকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরতেও অবদান রাখবে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: