বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী বাংলাদেশি হত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :

রবিবার ফ্রান্সে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিদের কণ্ঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফ্রান্সের রাজধানী প্যারিস।
সমবেত সকলেই এসেছিলেন ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি নিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিলে যুক্ত হতে।
রবিবার (২৫ জুন) বিকেল ৩ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জুরিস-স্টালিংগার্দ থেকে শুরু হয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশ নিতে দুপুর থেকে হাতে বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে জুরিস-স্টালিংগার্দ এলাকায় জড়ো হতে থাকেন বাংলাদেশিরা।


ফ্রান্সেপ্রবাসী সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগহণে এ আয়োজন বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির অন্যতম সমন্বয়ক এস্যাইলাম এন্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থার প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ বলেন, সুষ্ঠু তদন্তপূর্বক আবুল খায়ের চৌধুরী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবিতে সোচ্চার থাকবো। একইসঙ্গে বিগতদিনে সোহেল রানাসহ ফ্রান্সপ্রবাসী আমাদের যে সকল বাংলাদেশি স্বজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সকলের বিচার দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসে হত্যাকাণ্ডের শিকার হন। গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ২৬ মে বোয়াসি রেল স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: