শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

শরতের আকাশ




শরতের আকাশ

আবুল কালাম তালুকদার

শরতের আকাশে উড়ে আসে মেঘদল
টলটল জলে খেলা করে শৈশব
নাতিশীতোষ্ণ সকালে তাল পাকার উৎসব আর
পানি ফুলের সৌরভে মেতেছে ধরনী
রোদের কোমল ছোঁয়ায় ভরেছে মন
মিলনের গানে যুগল পাখিরা বেঁধেছে নীড়
নরোম বাতাসে এসেছে শান্তির সুসময়
নীলিমার নীরবতার খেলা করে সুনীল আকাশ
সুখের আলিঙ্গনে নিশুতি রাতে যুগলবন্দী প্রেম
জোয়ারের নতুন জলে
সভ্যতার শহরে হয়েছে বীভৎসতার বিদায়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: