শরতের আকাশ
আবুল কালাম তালুকদার
শরতের আকাশে উড়ে আসে মেঘদল
টলটল জলে খেলা করে শৈশব
নাতিশীতোষ্ণ সকালে তাল পাকার উৎসব আর
পানি ফুলের সৌরভে মেতেছে ধরনী
রোদের কোমল ছোঁয়ায় ভরেছে মন
মিলনের গানে যুগল পাখিরা বেঁধেছে নীড়
নরোম বাতাসে এসেছে শান্তির সুসময়
নীলিমার নীরবতার খেলা করে সুনীল আকাশ
সুখের আলিঙ্গনে নিশুতি রাতে যুগলবন্দী প্রেম
জোয়ারের নতুন জলে
সভ্যতার শহরে হয়েছে বীভৎসতার বিদায়।