রবিবার, ২ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপন’র ঈদের ছড়া




রঙহীন ঈদ

মাথার উপর মৃত্যু খাড়া
সকল রকম জামাত বন্ধ
ঈদগাহে নেই যাবার তাড়া।

কোভিড নামের ভয়ংকর এক
রোগের প্রাদুর্ভাবে
স্পস্ট এটা, রঙহীন এক
ঈদ আমাদের যাবে।

রঙহীন ঈদ দেখতে কেমন
কেউ জানেনা, কেউ জানেনা
কেউ দেখেনি আগে এমন।

প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: