সিলেট ব্যুরোঃ
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, শরীরে জ্বর থাকায় গত বুধবার নাদেল নমুনা পরীক্ষার জন্য শামসুদ্দিন হাসপাতালে আসেন।
“পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন এবং তার বাসায় আইসোলেশনে আছেন।”
বিসিবির পরিচালক পদে থাকা নাদেল জানান, গত ৩/৪ দিন থেকে তার হালকা জ্বর ও কাশি ছিল। সে কারণে তিনি পরীক্ষা করিয়েছিলেন, তাতে সংক্রমণ ধরা পড়েছে।
তবে শারীরিকভাবে তিনি ‘অনেকটা সুস্থ’ আছেন জানিয়েছে সবার কাছে দোয়া চেয়েছেন এই আওয়ামী লীগ নেতা।