শাবুল আহমেদঃ
সৌদি আরবসহ ইউরোপের কোনো দেশেই শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। তাই আগামিকাল ঈদ হচ্ছে না। ফ্রান্সসহ ইউরোপে ঈদ হবে আগামি রোববার। বছর রোজা ৩০ টি পুরো হচ্ছে।
এ দিকে ফ্রান্সে ঈদের জামায়াতের এখনও কোনো অনুমতি মিলে নি। সম্ভবত ঘরেই এবার ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হতে পারে।