নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে প্যারিস নিকটস্থ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ‘স্তা’-য় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি প্রবাসে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, তাঁর অবদান এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের পুনর্গঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা আহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম মিয়া, এইচ এম রহিম, রুহুল আমিন আব্দুল্লাহ, মাহবুবুল আলম রাংঙা, শাহ জামাল, প্রফেসর তসলিম উদ্দিন, কবির হোসেন পাটোয়ারী, রেজাউল করিম, জুনায়েদ আহমেদ, সিরাজুর রহমান মেজবাহ, আজিজুর রহমান আজিজ, কুতুব উদ্দিন জিকে , জাহিদুল ইসলাম সিপার , ইলিয়াছ কাজল , আব্দুর রহিম, সাফায়েত জামিল, কবির আহমেদ, খান সোহেল, সেলিম আহমদ, রফিকুল হক রাসেল, জাহাঙ্গীর আলম মিলন , মিল্টন সরকার, নুরুল ইসলাম, লায়েক আহমেদ তালুকদার সহ প্রবাসী বিএনপির অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মিষ্টিমুখ করেন উপস্থিত নেতাকর্মীরা।