শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট বিএনপির অভিভাবক এমএ হক আর নেই




নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীরে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান এবং করোনা ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. মোঃ নাজমুল ইসলাম দেশ’কে তথ্যটি নিশ্চিত করেছেন।
এম এ হকের পারিবারিক সূত্র জানায়, সপ্তাহদিন ধরে তিনি সর্দি, জ্বরে আক্রান্ত ছিলেন । শ্বাসকষ্ট দেখাদিলে করোনা সাসপেক্টেড হিসেবে গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেট বিএনপির এ অভিভাবক।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: