আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তার শক্তির উৎস।
তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছেন বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কি গোপন করছে তা পরিস্কার ভাবে বলা উচিৎ ছিলো মির্জা ফখরুলের।
করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই।বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্র দাহের কারন।
বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।
তিনি বলেন, করোনা যুদ্ধে যারা সাহসীকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদেরও ধন্যবাদ জানান।
সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেনির মুনাফাখোর, মজুমদার বাজার অস্থিতিশীল করতে চায়, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নিবে বলেও হুশিয়ার করেন।