ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১৯৪৫ সালের ৮ মার্চ ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া ওয়াটসন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন। ১৯৭৭ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ার শেষ করেন ওয়াটসন।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি পাঁচটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত সময়ে । টেস্টে ৯৭ ও ওয়ানডেতে ১১ রান করেছেন। টেস্টে ছয়টি ও ওয়ানডেতে দুটি উইকেট পান তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ভিন্ন রাজ্যদলের হয়ে শেফিল্ড শিল্ডে খেলেছেন ওয়াটসন।
তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ইনজুরিতে ভুগেছেন ওয়াটসন। ১৯৭১-৭২ মৌসুমে টনি গ্রেগের এক বিমারে বড় ধরনের ইনজুরিতে পড়েন ওয়াটসন। পরে চিকিৎসকরা তাঁকে খেলা ছাড়তে বলেছিলেন। কিন্তু পরে আবারও মাঠে ফেরেন তিনি। ১৯৭২ সালে ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলেছিলেন ওয়াটসন।