বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

বোল্টই চ্যাম্পিয়ন




স্পোর্টস ডেস্ক,
660
দর্শকরা জয় শেষে উসাইন বোল্টের উদযাপন দেখলেন আরও একবার। বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের শিরোপা জিতলেন উসাইন বোল্টই। গতকাল এতে তিনি সময় করেন ৯.৭৯ সেকেন্ড। মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন দৌড় শেষ করেন ৯.৮০ সেকেন্ডে। ৯.৯২ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পদক জেতেন অপর মার্কিন দৌড়বিদ ট্রাইয়ান ব্রোমেল। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে শীর্ষ পাঁচ দৌড়বিদের টাইমিং ছিল ৯.৯৪ সেকেন্ডের নিচে। তলপেটের ইনজুরির কারণে মওসুমে মাত্র দুইবার দৌড়ের ট্যাকে দেখা গিয়েছিল উসাইন বোল্টকে। চলতি বছর তার সেরা টাইমিংটাও ছিল ভক্তদের কাছে দুশ্চিন্তার। গত জুলাইয়ে লন্ডনে অ্যানিভারসারি গেমসে বোল্ট সময় করেন ৯.৮৭ সেকেন্ড। আর ১০০ মিটারে বছরের সেরা চার টাইমিংয়ের মালিক ছিলেন জাস্টিন গ্যাটলিন। এতে গত মে মাসে দোহা মিটে গ্যাটলিন সময় করেন ৯.৭৪ সেকেন্ড। এবারের বিশ্ব অ্যাথলেটিকস আসর শুরুর আগে ক্রীড়াবিশ্বে আলোড়ন ডোপিং ইস্যু নিয়ে। ইংলিশ দৈনিক সানডে টাইমস ও জার্মান এক টিভি চ্যানেলের দাবি, ২০০১ থেকে ২০১২ পর্যন্ত অলিম্পিক ও বিশ্ব আসরে ১৪৬টি পদক জয়ী অ্যাথলেট ডোপপাপী। সমালোচনা হচ্ছিল গ্যাটলিনকে নিয়েও। ২০০১ সালে নিষিদ্ধ ওষুধ অ্যামফিটামিন গ্রহণের দায়ে নিষেধাজ্ঞা পোহান গ্যাটলিন। ১০০ মিটারে ২০০৫ বিশ্ব শিরোপাজয়ী গ্যাটলিন ২০০৬-এ নিষেধাজ্ঞা পান গুরুতর দায়ে। বলবর্ধক স্টেরয়েড গ্রহণের দায়ে আট বছরের নিষেধাজ্ঞা পান গ্যাটলিন। আর আপিল শেষে গ্যাটলিনের শাস্তি নেমে আসে চার বছরে। যদিও ক্যারিয়ারে দুইবার নিষেধাজ্ঞা পোহানো গ্যাটলিনের আজীবন নিষেধাজ্ঞা দেখতে চান অ্যাথলেটিকসের বোদ্ধা বিশ্লেষকরাও। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, একজন অ্যাথলেট স্টেরয়েড গ্রহণের সুবিধা পায় বছরের পর বছর।
১০০ মিটারের ফল
উসাইন বোল্ট (জ্যামাইকা) ৯.৭৯
জাস্টিন গ্যাটলিন (যুক্তরাষ্ট্র) ৯.৮০
ট্রাইয়ান ব্রোমেল (যুক্তরাষ্ট্র) ৯.৯২
আন্দ্রে ডি গ্রোসা (কানাডা) ৯.৯২
মাইক রজার্স (যুক্তরাষ্ট্র) ৯.৯৪

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: