শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

ময়নুল হক চৌধুরী হেলালের দুই গ্রন্থের প্রকাশনা ও প্রীতিসম্মিলন




নিজস্ব প্রতিবেদন :

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সংগঠক, গবেষক ও ব্যবসায়ী ময়নুল হক চৌধুরী হেলাল রচিত ‘আরবের পথে প্রান্তরে’ ও ‘মিশরের পথে প্রান্তরে’—এই দুই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রন্থদ্বয়ে লেখক ইতিহাস-ঐতিহ্য ও বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর লেখায় শুধু ইতিহাসের বাঁক-বদল নয়, হারানো মুসলিম ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বানও স্পষ্টভাবে উঠে এসেছে।

সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশন-এর উদ্যোগে গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান এবং যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সংগঠক আবুল কালাম আজাদ ছোটন।

অনুষ্ঠানে গ্রন্থদ্বয়ের ওপর বায়েজীদ মাহমুদ ফয়সল রচিত মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও শিক্ষক সেনুয়ারা আক্তার চিনু। কবি মামুন সুলতান ও উপস্থাপক আবু জাফর মো. সালেহ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মাজহারুল ইসলাম জয়নাল।

সম্মানিত অতিথিদের বক্তব্যে কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, প্রবাসে ব্যস্ততার মধ্যেও ময়নুল হক চৌধুরী হেলালের সাহিত্যচর্চা প্রশংসনীয়। আফতাব চৌধুরী বলেন, ‘আরবের পথে প্রান্তরে’ বিশ্বাসবোধকে শানিত করবে, আর ‘মিশরের পথে প্রান্তরে’ পাঠককে ইতিহাস ও ঐতিহ্যের গভীরে নিয়ে যাবে। কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, লেখকের এই প্রচেষ্টা অন্যদেরও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে।

হারুনুজ্জামান চৌধুরী বলেন, গ্রন্থ দুটি পাঠ-পর্যালোচনা জরুরি, কারণ এতে মুসলিম সভ্যতার গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে। ড. সৈয়দ আশরাফুর রহমান বলেন, গ্রন্থদ্বয়ে সভ্যতা, সংস্কৃতি ও বিশ্বাসের আলোকে ভ্রমণকাহিনীর নতুন মাত্রা যুক্ত হয়েছে।

অনুভূতি প্রকাশ করে লেখক ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকেই ইতিহাস-ঐতিহ্য জানার আগ্রহ তৈরি হয়েছে। তিনি চান, মুসলিম সমাজ তাদের গৌরবময় অতীত সম্পর্কে সচেতন হোক।

সভাপতির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, প্রতিশ্রুতিশীল লেখক ময়নুল হক চৌধুরী হেলালের গ্রন্থ প্রকাশ করতে পেরে পাণ্ডুলিপি প্রকাশন গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: