নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সে আবার করোনাভাইরাসের সংক্রমণ উঠতির দিকে। সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যা গত মে মাসের পর সর্বোচ্চ।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় কোভিড-১৯ টেস্টে ৫ হাজার ৪২৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। সরকার যখন শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দিতে যাচ্ছে ঠিক তখন পাঁচ হাজারের বেশি আক্রান্ত দেখল ইউরোপের দেশটি। যা কিনা গত আড়াই মাসের মধ্যে সর্বাধিক।
সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটা উঠতির দিকে। কয়েক দিনই চার হাজারের বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে ফ্রান্স সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাটেক্স বলেন, নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য জনসাধারণকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
সার্বিকভাবে করোনা মোকাবিলায় অনেকটাই সফল ফ্রান্স। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৫০০।