আবুল কালাম মামুন:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্স শাখা কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার ফ্রান্সে অবস্থানরত বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ প্রজন্মের অংশগ্রহণে অনলাইন ভার্চুয়ালসভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্স শাখার সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা (গেরিলা) শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় জুম মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মানিক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল,সিনিয়র সহ সভাপতি ওবায়দুল হিল বাকি,দপ্তর সম্পাদক আবদুল লতিফ,আজিজুল হক প্রমূখ।
ফ্রান্স হতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ কমান্ডো এনামুল হক, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল বাকী, ফ্রান্স আওয়ামীলীগের সহসভাপতি সুনাম উদ্দিন খালিক,সহসভাপতি জসিম উদ্দিন ফারুক,সহসভাপতি নুরুল আবেদিন, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাসান সিরাজ, সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল হক কয়েছ, প্রমুখ।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মানিক ফ্রান্স শাখার নবনির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা(গেরিলা)শেখ মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান উভয়ে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটিতে যারা অন্তর্ভূক্ত হলেন তাদের নাম ঘোষনা করে অনলাইনে অংশগ্রহণকৃত সকলকে অবগত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাগণ তাদের আলোচনায় নুতন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।