রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফায়সাল আইয়ূব’র একগুচ্ছ কবিতা




অমাবস্যা

কী করে হাসবো বলো মন-প্রাণ খুলে
কী করে ভাসবো জলে সাঁতরানো ভুলে
মনে ফুর্তি মুখে হাসি
তা না-হলে সব বাসি
পরিত্যক্ত বাসগৃহে অমাবস্যা ঝুলে।

মার্চ ৯, ২০২১ ।। প্যারিস, ফ্রান্স।

জন্মদ্রষ্টা

আমাকে বাঁচতে হবে মরণের পরে
সৃষ্টির আনন্দে মাতি স্রষ্টার বাসরে
আমি সৃষ্টি আমি স্রষ্টা
আমি পিতা জন্মদ্রষ্টা
পিতা ও মাতাকে শুধু সুসন্তান স্মরে।

মার্চ ৭, ২০২১ ।। প্যারিস, ফ্রান্স।

গুরুদণ্ড

দুঃখেরা দ্বিগুণ হয় ক্রদ্ধ অপবাদে
অশ্রুর ফোঁটারা বুকে জটপাকে বাঁধে
যেকোনো জটেই কষ্ট
সুরেলা সময় নষ্ট
গুরুদণ্ডে মরে বহু লঘু অপরাধে!

মার্চ ৬, ২০২১ ।। প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: