শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে ‘মাস্টারপিস এশিয়া বুটক্যাম্প’-এ মাস্টারপিস বাংলাদেশ’র যোগদান




ডেস্ক রিপোর্ট :
মাস্টারপিস সেন্ট্রাল ও নেপাল ইয়ুথ কাউন্সিলের যৌথ উদ্যোগে “মাস্টারপিস এশিয়া বুটক্যাম্প ২০২৩” পহেলা এপ্রিল থেকে ৩ দিনব্যাপি শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় “মাস্টারপিস বাংলাদেশ” এর পক্ষ থেকে সংগঠনের সম্মানিত সিনিয়র সদস্য প্রভাষক বিজিত আচার্য্য ও আব্দুল আমিন নেপালের রাজধানী কাঠমুন্ডু’তে গমন করেন, সেখানে তাঁদেরকে আয়োজকদের প্রতিনিধি বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন।
উক্ত অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের মাস্টারপিস ক্লাবের ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ‘মাস্টারপিস বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বে শান্তি প্রতিষ্টায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি, স্বাস্থ্য, সামাজিক, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, আন্তঃধর্মীয় ভ্রাতৃত্ব সম্মেলন, সিলেটের নিজস্ব আদি ভাষা “নাগরী লিপি” ও নৃ -জাতি গোষ্ঠীর ভাষা, মনিপুরী-খাসীয়া জনগোষ্ঠীর জীবনাচরণ নিয়ে দির্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে। এদেশের সাধারণ জনগণের নিকট ভূয়সী প্রশংসা অর্জন করেছে।উল্লেখ্য যে ২০১২ সালে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষে সে সময় মাসব্যাপী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ২৯ টি দেশের মধ্যে ‘মাস্টারপিস বাংলাদেশ’ প্রথম স্থান অর্জন করে (অ্যাওয়ার্ড প্রাপ্ত) হয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: