গ্রেনেড মুখিয়ে আছে
ফায়সাল আইয়ূব
কখন ফুঁসবে তুমি কালঘুম রেখে
কখন ছুটবে ধোঁয়া জ্বালামুখ থেকে
কবে হবে বিস্ফোরণ
হবে লাভার ক্ষরণ
জেগে ওঠো অগ্নিগিরি দাউদাউ ঝেঁকে!
০২
গ্রেনেড মুখিয়ে আছে কে ভাঙিবে পিন
অমায় এটম মেরে কে ফুটাবে দিন
শোষকেরা অমা চাষে
জনতায় দিন হাসে
বদ্বীপ শিকারে মত্ত ভারত ও চীন।
মার্চ ৩০, ২০২১ ।। প্যারিস, ফ্রান্স।