শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফায়সাল আইয়ূব’র কবিতা




ঘুমালেই গত হয় আরেকটি দিন

সুরভি ছড়িয়ে ফুল সমাদর পায়
ফলদ গাছের নিচে সকলেই যায়
সুরভি ছড়ালে সবে
মরেও অমর হবে
মানুষ মানুষে কভু কাঁটা নাহি চায়।

ঘৃণা

অনুতাপে ঝরে পাপ ঘৃণাজাত ভুল
ঘৃণা তো কাঁটার মতো বিঁধতে ব্যাকুল
গোলাপেও থাকে কাঁটা
কাঁটাদের জুটে ঝাটা
ভালোবাসা পায় শুধু গোলাপ বকুল!

ঋণ

ঘুমালেই গত হয় আরেকটি দিন
প্রতিটি রাতেই বাজে দিনহারা বীণ
জাগলেই আলো আসে
আলোতেই দিন হাসে
দিনেরাই বুনে যায় অগণন ঋণ।

মায়ার ফুয়েল

কথায় খুশবু আর মুখে মায়া হলে
হৃদয়দানিতে প্রেম মোম হয়ে গলে
খুশবুপাগল মন
মায়াকেই বুঝে ধন
মায়ার ফুয়েলে শুধু নরনারী জ্বলে।

আদমের চাষ

হাজার বছর পাশে এক ঘরে বাস
দেখা নেই কথা নেই ছোঁয়া নেই খাস
এক মুখে দুই চোখ
এক দেহে পিঠ বুক
জীবন জমিতে তবু আদমের চাষ!

সুরা

সূরা পাঠ করে তারা সুরা করে পান
সফিনা খতম শেষে গেয়ে ওঠে গান
চার নারী চায় তারা
সে পথে পাগলপারা
মানুষ বধের লাগি তারা মারে বান!

ভাটিয়ালী জল

জন্ম ও মৃত্যুর মাঝে জীবনেরা চলে
আনন্দ বিষাদগাথা দুই কথা বলে
সুখদোল শোকশূল
মানুষের দুই কূল
জীবন ভাসিয়া চলে ভাটিয়ালী জলে।

এপ্রিল ২২, ২০২০।। প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: