স্বপ্ন
একদা এই শহরে কেউ কেউ চাঁদ দেখে ছিল
জোছনার মায়া ছেড়ে সে তোমার পিছু নিলো।
প্রপোজ
একটা কৃষ্ণচূড়ার ডাল দিও বন্ধু আমারে
তারে আমি বপন করবো হৃদয় মাজারে।
ভালোবাসা
তুমি আমার সবচেয়ে বড্ড বেশি অপ্রয়োজন
অনন্তর তোমার জন্য আমার সব আয়োজন।
সুখ
নদীর জলে ছুঁয়ে দিলাম তোর মুখ
স্নিগ্ধতা দেখায় আমার যত সুখ।
অ-সুখ
তোমায় নিয়ে স্বপ্ন দেখে দেখে
চোখ দুটো নিয়ত যাচ্ছে বেঁকে!
লেখক: তোফাজ্জল লিটন, লেখক, সাংবাদিক, নিউইয়র্ক প্রবাসী