রবিবার, ২৮ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপন এর কবিতা জলযোগ




জলযোগ

যতোটুকু পারো গা ঘেঁষে যাও
কাছাকাছি এসো, বসো, ফেঁসে যাও
জানো তো আমি অ নে ক পারি,
তুমি আগুনপাখি, মৃত্যুদূত জানি
তবুও
আমি প্রশংসা করে যাবো আমারই।

কাছাকাছি এসো, অবধারিতভাবেই
আমাতে ভেসে যাবে, এবং আমাকে ভাসাবেই
নারকীয় আয়োজনে স্বর্গীয় ভোগ
নির্বাক নিশ্চিত নিয়তি জানি
তবুও
আমি প্রত্যহ মৃত্যু দিয়ে করি জলযোগ।

প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: