সিলেট নগরীর পাইকারি বাজার কালিঘাটে একটি গুদাম থেকে ৫ টন সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০মে) ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ তেল জব্দ করেন।
কালিঘাটের মাহের ব্রাদার্স দোকানের গুদাম থেকে মজুদ এ সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেই ৫ টন সয়াবিন আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাহের ব্রাদার্সকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
শ্যামল পুরকায়স্থ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। খবর পেয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাই। পরে গুদামে মজুদ করে রাখা ৫ টন সয়াবিন তেল বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের কাছে বিক্রি করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’