নিজস্ব প্রতিবেদক:
২০১৫ সালে প্যারিসের রেস্তোরাঁ, বার ও থিয়েটারে হামলা করে ১৩০ জনকে হত্যা করার ঘটনার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী সালাহ আবদেস সালামের যাবজ্জীবন কারাদণ্ড চাইলেন মামলার আইনজীবী।
প্যারিসের আদালতে শুক্রবার মামলাটির শুনানিকালে আইনজীবী এ দাবি জানান। খবর আনাদোলুর।
রাষ্ট্রপক্ষ্যে মামলাটি পরিচালনা করছে দেশটির ন্যাশনাল এন্টি টেররিজম অফিস (পিএনএটি)।
মামলাটির প্রধান আইনজীবী ক্যামিলে হেনিটিয়ার শুক্রবার আদালতে হত্যাকাণ্ডের মূল হোতার যাবজ্জীবন কারাদণ্ড চান।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বার প্যারিস এবং এর শহরতলির সেইন্ট ডেনিস এলাকায় সিরিজ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হন। আগামী ২৯ জুন মামলাটির রায় ঘোষণা হতে পারে।