শাহ সুহেল আহমদ :
ইউরোপের অন্যতম দেশ মোনাককোর সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা, মোনাকোর প্যালেস ডি মোনাকোতে আনুষ্ঠানিকভাবে প্রিন্স দ্বিতীয় আলবার্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। তিনিই প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত যিনি মোনাকোতে পরিচয়পত্র পেশ করেছেন।
ক্যারাবিনিয়ারি আউটরাইডারে সজ্জিত একটি আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় রাজপ্রাসাদে রাষ্ট্রদূত তালহাকে স্বাগত জানানো হয়। প্যালেসে তাকে স্বাগত জানান প্রিন্স জিন-লুক।
রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করার সময় মোনাকোর সেক্রেটারি ইভেট ল্যাম্বিন বার্টি, হেড অব ক্যাবিনেট লরেন্ট আনসেলমি, বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইসাবেল বেরো উপস্থিত ছিলেন।
প্রমাণপত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রদূত এইচএসএইচ প্রিন্সের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। তিনি প্রিন্সকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূতের নিয়োগ গ্রহণ করে, প্রিন্স অ্যালবার্ট তার অনুভূতি প্রকাশ করে বলেন- দুই রাষ্ট্রের মধ্যে একটি আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার বিশেষ আগ্রহ দেখিয়েছেন। রাষ্ট্রদূত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম ও যাত্রা এবং গত চৌদ্দ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্জিত অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রদূত ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের রূপকল্প শেয়ার করেন এবং বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো সম্পর্কে অবহিত করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন- আগামী দিনে মোনাকো ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং উভয় দেশ বহুপাক্ষিক প্রতিষ্ঠানে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারবে।