বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

কবিতা: আজ এই সন্ধিক্ষণে




আজ এই সন্ধিক্ষণে
বদরুজ্জামান জামান
.
অচিরেই এই সন্ধিক্ষণ কেটে যাবে
সূর্যোদয়ের সোনালী আভা পূর্বাকাশে
সূর্য উঠবেই পাখি ডাকবেই ।
কবি তার কবিতা দিয়ে রাঙাবে প্রভাত
আর সুর সঙ্গীতের মূর্ছনায় উদ্ভাসিত হবে মানুষ।
.
তবুও কিছু অমানুষ হাত বদলের উঠানে সাজায়
ভাড়াটে খুনিদের রক্ত মেলা ,
শান দেয় দিয়াশলাই কাঠি স্থাপত্য কীর্তিকলায়,
ধ্বংসের উপর দাঁড়িয়ে সাজায় মদের আড়ৎ
আর হায়নাদের মতো এখনো সাজায়
অন্ধকারের উন্মত্ত মিলন রাত।
প্রকাশ্যে প্যারানয়েড রক্তখেকো
ধ্বংসের ফরমান জারি করে
অথচ সে এক পলাতক সাহসী ইঁদুর।
,
আমরা মানুষ। হাজার বছরের ঐতিহ্য স্মৃতিতে আমরা।
আমাদের ঐতিহ্য কোরআন পুরান বেদ বাইবেল ,
আমরা স্ব স্ব ধর্মে ধার্মিক ; ধর্মান্ধ নয়,
সম্প্রীতির বন্ধন বহন করি হাজার বছর ধরে।
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এতো সম্প্রীতির এক ঐতিহাসিক ঐতিহ্যের নাম।

আজ উলঙ্গ রাজনীতির উন্মুক্ত দরজায় দাঁড়িয়ে
কে হাঁকে নষ্ট রাজনীতির ডাস্টবিনে ছুড়ে ফেলা শব্দে ‘সংখ্যালঘু’?
‘সংখ্যালঘু: এক নির্লজ্জ নির্দয় শব্দ।
অথচ সে রাষ্ট্রের সাংবিধানিক নাগরিক ।
নাগরিক অধিকারে সম্মানিত মানুষ।

আসুন, আমরা সকল ধর্মের ঊর্ধ্বে উঠে
বাংলাদেশী বাঙালি পরিচয় উজ্জীবিত হই ,
সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়ে নয়।
আজ এই সন্ধিক্ষণে রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া
বন্ধ হোক এই ধ্বংসলীলা হত্যাযজ্ঞ অগ্নি খেলা।
মসজিদে আজান হোক। মন্দিরে উলুধ্বনি হোক নির্ভয়ে।
ইবাদত প্রার্থনা আরাধনায় আমরা একবৃন্তে রাষ্ট্রের নাগরিক ।
গোলাপের ঘ্রাণ আর সৌন্দর্যে ছড়িয়ে পড়ুক আমাদের ঐতিহ্য।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: