ডেস্ক রিপোর্ট :
ভিগনিউ-সুর-সেনের বার্ষিক এসোসিয়েশন ফোরামে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ/SAF)। শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে সাফ দিনভর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, ভিগনিউ-সুর-সেনের মেয়র এবং এসোন বিভাগের সভাপতি। তাদের সামনে সাফ তুলে ধরে সংগঠনের কার্যক্রম—বাসিন্দাদের পাশে থাকা, সংহতি গড়ে তোলা এবং ফ্রান্সের মাটিতে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার অঙ্গীকার।
দিনের প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত দল অসমাপ্ত পরিবেশন করে মনোমুগ্ধকর বাংলাদেশি গান, আর নৃত্যশিল্পীরা সৃজনশীল নৃত্যাঙ্গন উপস্থাপন করে প্রাণবন্ত নৃত্যাভিনয়। স্থানীয় ফরাসি নাগরিকেরা উৎসাহভরে অংশ নেন, করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। তারা বাংলাদেশের সুর ও নৃত্যের আবেগময় পরিবেশনা দেখে গভীর প্রশংসা করেন।
সাফ জানায়, এই অনুষ্ঠানকে সফল করতে যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই সব স্বেচ্ছাসেবকদের প্রতি তারা কৃতজ্ঞ। সংগঠনের মতে, এই উদ্যোগ ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও শক্তিশালী করেছে।
ভিগনিউ-সুর-সেনের হৃদয়ে বাংলাদেশি সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তুলে সাফ আবারও প্রমাণ করল, তারা কেবল একটি সংগঠন নয়—বরং ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সংহতি ও বৈচিত্র্যের মূল্যবোধের এক দৃঢ় বাহক।