নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জন্য এক গর্বের অর্জনে, আন্তর্জাতিক ট্যুরিজম ও হসপিটালিটি বিশেষজ্ঞ মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডালটন জহির নামে পরিচিত, হয়েছেন ‘স্কাল ইন্টারন্যাশনাল মাদ্রিদ’-এর প্রথম বাংলাদেশি সদস্য। সংগঠনের ৯০ বছরের ইতিহাসে এবং মাদ্রিদ অধ্যায়ের ৭০ বছরের পথচলায় এই প্রথম কোনো বাংলাদেশি এই মর্যাদাপূর্ণ সদস্যপদ অর্জন করলেন।
সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদের হোটেল পুয়ের্তা দে আমেরিকা-তে আয়োজিত এক মধ্যাহ্নভোজ ও আলোচনা সভায় ডালটন জহিরকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত তাকাহিরো নাকামায়ে এবং দেশটির অর্থনীতি, পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা মাই সাসাকি।
স্কাল ইন্টারন্যাশনাল, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্বব্যাপী সংগঠন, যা পর্যটন ও আতিথেয়তা খাতের পেশাজীবীদের নেটওয়ার্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং বন্ধুত্ব বৃদ্ধির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে কাজ করে। সদস্যরা নিয়মিতভাবে মিলিত হয়ে টেকসই পর্যটন, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন।
স্কাল মাদ্রিদের সভাপতি রামন আদিয়ন বলেন, “আমরা ডালটন জহিরকে আমাদের প্রথম বাংলাদেশি সদস্য হিসেবে স্বাগত জানাতে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে তাকে অভিনন্দন জানাই তার সাম্প্রতিক নিয়োগের জন্য—তিনি এখন The International Ecotourism Society Philippines Inc.-এর পর্তুগাল ও ইউরোপ অঞ্চলের সভাপতি। পর্যটন ও হসপিটালিটি খাতে তার দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতা আমাদের সংগঠনের জন্য নিঃসন্দেহে সম্পদস্বরূপ।”
বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত, যা দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পরিসরে আরও উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ডালটন জহির বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করছেন। তিনি বাংলাদেশের এফবিসিসিআই (FBCCI)-এর সিভিল এভিয়েশন ও ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির সহ-সভাপতি, এবং ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TDAB)-এর পরিচালক।
একই সঙ্গে তিনি একাধিক উদ্যোগের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) — যার মধ্যে রয়েছে Traveller Key, Europe Key, Traveller Times, Welcome Bangladesh, এবং World Vacation Club। এছাড়া তিনি Cosmicwink LDA-এর সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ডালটন জহিরের পূর্ব অভিজ্ঞতার মধ্যে রয়েছে BRAC Services Ltd (BSL)-এর বিক্রয় ও বিপণন প্রধান হিসেবে কাজ করা, এবং রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, ওশান প্যারাডাইস, ও লেকশোর হোটেল-এর মতো দেশের শীর্ষস্থানীয় হসপিটালিটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন। পাশাপাশি তিনি Motorola, Apple, Philips, এবং Fujifilm-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও পেশাগতভাবে যুক্ত ছিলেন।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা নিয়ে গভীরভাবে আগ্রহী ডালটন জহির দীর্ঘদিন ধরে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও রন্ধন ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার কাজ করে যাচ্ছেন। টেকসই ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের প্রচারে তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ইতোমধ্যেই বিশ্ব পর্যটন মহলে প্রশংসিত হয়েছে।
বাংলাদেশি হিসেবে স্কাল ইন্টারন্যাশনাল মাদ্রিদে তার এই অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের পর্যটন শিল্পের জন্যও এক নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক।