সাইফুল ইসলাম রনি, ফ্রান্স:
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী পতাকা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে ক্ষুদ্র পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধাদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয় দিবসের গুরুত্বের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি নিয়েও মতামত ব্যক্ত করেন।
পতাকা সম্মিলনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠানটিকে আরও আবেগঘন করে তোলে। কবি ও সাহিত্যিকরা তাঁদের কবিতায় প্রবাসেও লাল-সবুজের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বলেন, প্রবাসে থেকেও দেশের ইতিহাস ও চেতনাকে ধারণ করা আমাদের নৈতিক দায়িত্ব।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও প্রবাসে জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি, গণতন্ত্র ও মুক্তচিন্তার বিকাশ ঘটে সে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।



