শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা




ঢাকা ব্যুরোঃ

বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮০৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়ালো।
বর্তমানে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনে।
এছাড়া এ সময়ের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
এর আগে মহাপরিচালক আবুল কালামআজাদ বক্তব্য দেন।
তিনি দীর্ঘদিন পর নিয়মিত এই ব্রিফিংয়ে এসে যোগ দিলেন।
তিনি জানান তিনি নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কিছুদিন তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: