আবুল কালাম মামুন, প্যারিস:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফ্রান্স বিএনপির উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) বাদ আসর প্যারিসের একটি স্থানীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুই দিনব্যাপী কুরআন খতম অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজীবন তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বক্তারা তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবেও উল্লেখ করেন।
ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহেরের সঞ্চালনায় এবং সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম এবং দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল।
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙা, শাহ জামাল ও রশিদ পাটোয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও জুনেদ আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া মাহফিলে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তাঁর উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সম্মানিত করার জন্য ফ্রান্স বিএনপির পক্ষ থেকে তাঁদের বিশেষ ধন্যবাদ জানানো হয়।
পরে ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেকের পরিচালনায় মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও মনোবল দৃঢ় রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।





