বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরো-বাংলা প্রেসক্লাবের সভা থেকে জাতীয় সংসদে সংরক্ষিত প্রবাসী আসনের দাবী




ডেস্ক রিপোর্ট :

প্রবাসের সাংবাদিকতায় অগ্রগনি ভূমিকা পালনকারী সংগঠন ,গ্রিসের সাংবাদিকতার প্রথম স্তম্ভ “ইউরো বাংলা প্রেসক্লাব “এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কলামিস্ট ও সাংবাদিক তাইজুল ফয়েজ গ্রীস আগমনে এক মত বিনিময় সভা সংগঠনের সভাপতি সাংবাদিক জাকির হোসাইন চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ-সম্পাদক নীরব আহমেদ রুমন, নাজমুল হক এর পরিচালনায় গতকাল সন্ধ্যায় গ্রীসের রাজধানী এথেন্সের তিতাস বাংলা হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ-সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম তিনি বলেন “সাংবাদিকতা একটি মহান পেশা বলা হলেও ,আসলে পেশার সাথে জড়িত ব্যক্তিটি যদি মহান না হন ,সেখানে মহানুভবতার পরিচয় পাওয়া দুস্কর” নির্দিষ্ট কোন সাংবাদিক নির্দিষ্ট কোন দলের হতে পারেন না ,দল মত নির্বিশেষে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক লোকমান মাতুব্বর ,গ্রীস বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আহমদ,গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মিজান,বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সহ-সভাপতি আকমল মাহমুদ স্বপন,কোষাধ্যক্ষ হাজী সেলিম সরদার,সদস্য মাসুদ মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন রানা প্রধান , আব্দুর রহিম মোল্লা, রিপন আহমেদ, রাকিব আহমেদ ,মৌসুমী পারভীন,সাংবাদিক আমিনুল মজুমদার, মুমিন খান,রাজন তালুকদার, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল্লাহ বাহার সহ এথেন্সের রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১১ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ এ সময় তিনি বলেন বাংলাদেশের মহান জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত সদস্য আসন বরাদ্দ করে আইন প্রণয়ন করা সময়ের দাবী।
ইউরোপ বাংলা প্রেসক্লাব গ্রীসের আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন, আহবায়ক জাকির হোসেন চৌধুরী, যুগ্ন আহবায়ক নিরব আহমেদ, মতিউর রহমান মুন্না,
মোঃ নুরুজ্জামান রাজা, সদস্য সচিব মো. নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব শিমুল হোসেন, মিয়া মোহাম্মদ খালেদ, মাওলানা কাওছার হামিদ ভূঁইয়া, সদস্য আবুল কাশেম মোহন, সদস্য তাজুদ আহমদ, তাইজুল ফয়েজ।
সবার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সোহেল আব্দুল্লাহ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: