বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবুল কালাম তালুকদার’র কবিতা পূর্ণফুলে বসবে ভ্রমর




পূর্ণফুলে বসবে ভ্রমর
আবুল কালাম তালুকদার

আগত বাতাসে শীতের অনুভব সময়ে পড়ে আছে রোদের স্মৃতি আমনের গন্ধে ভরবে গ্রাম
হেমন্তের উদার চাহনিতে কাছে আসবে সুখ।

শরৎ বিদায়ে হেমন্ত ও শীতের আমন্ত্রণে আসবে বসন্ত
যেখানে সবুজে এসে ভরে যাবে প্রকৃতির সমারোহ
শুদ্ধ রজনীতে আসবে স্নিগ্ধতার সামিয়ানা
পূর্ণফুলে বসবে ভ্রমর।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: