নিজস্ব প্রতিবেদন :
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিক পালন করে। বিশ্বায়নের যুগে শিশুদেরকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেটের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী ও মাহবুবুর রহমান হাদী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে এসএমপি সিলেটের বিভিন্ন বিভাগের উচ্চপদস্ত পুলিশ কর্মকর্তাগণ ও সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া কমিটির আহবায়ক, সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ শাহাদত হোসেন সার্বিক ব্যবস্থাপনায় মনোমুগ্ধকর ডিসপ্লে পরিচালনা করেন সহকারী শিক্ষক (সাংস্কৃতিক) তাহমিনা আক্তার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী কাওছার রহমান মুত্তাকী ও পবিত্র গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী হরিপ্রীয়া দেবী পূজা।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম।





