স্পোর্টস ডেস্ক,
রেকর্ড ৯ সেকেন্ডে গোল হজম করলো বায়ার্ন মিউনিখ। আর ম্যাচের একবারে শেষ মিনিটে গোল নিয়ে হাঁফ ছাড়লো বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টি রুখলেন বায়ার্নের বিশ্বজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হলেন বায়ার্ন ডিফেন্ডার জেরোম বোয়েটাং। এবারের জার্মান বুন্দেসলিগায় প্রথম ম্যাচে হামবুর্গের বিপক্ষে ৫-০ গোলের জয় দেখেছিল বায়ার্ন মিউনিখ। তবে জার্মান বুন্দেসলিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই কঠিন পরীক্ষা দিলো শিরোপাধারীরা। শনিবার হফেনহেইমের বিপক্ষে ২-১ গোলের জয় পায় কোচ পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। আর আগে গোল খেয়ে বায়ার্ন হাঁফ ছাড়ে শেষ মিনিটের গোলে। ম্যাচের ৯ সেকেন্ডেই গোল হজম করে বায়ার্ন মিউনিখ। স্ট্রাইকার কেভিন বোল্যান্ড এগিয়ে নেন স্বাগতিক হফেনহেইমকে। বুন্দেসলিগায় দ্রুততম গোলের রেকর্ড এটি। জার্মান শীর্ষ ফুটবল লীগে ম্যাচের ৯ সেকেন্ডে গোল দেখা গিয়েছিল এর আগে একবারই। গত আসরে বায়ার লেভারকুসেনের জার্মান তারকা করিম বেলআরাবি ম্যাচ শুরুর ৯ সেকেন্ডে গোল পান বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ৪১ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। তবে ইতিহাস গড়ার পরিষ্কার সুযোগ ছিল হফেনহেইমের। নিজেদের ফুটবল ইতিহাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের নজির নেই দলটির। তবে শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় হফেনহেইম। নিজেদের ডি-বক্সে হ্যান্ডবলের দায়ে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ থেকে বহিষ্কৃত হন জেরোম বোয়েটাং। এর মাত্র দেড় মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেন বিশ্বজয়ী এ জার্মান ডিফেন্ডার। কিন্তু হফেনহেইম তারকা ইউজেন পোলানস্কির পেনাল্টি শট গোলপোস্টে লেগে নষ্ট হয়। আর ম্যাচের শেষ মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি আদায় করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানদস্কি। বায়ার্নের নতুন রিক্রুট ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তার ক্রসে দারুন ট্যাবে গোল পান তিনি। বায়ার্নের অপর নতুন তারকা চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল এদিনও ছিলেন উজ্জ্বল। ৬৬ মিনিটে তার গোল চেষ্টা প্রতিপক্ষ ক্রসবারে লেগে নস্যাৎ হয়। চলতি লীগে সমান ৬ পয়েন্ট নিয়ে তালিকায় এক ও দুই নম্বরে বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেন। শনিবার শেষ মুহূর্তের গোলে রক্ষা পায় গতবারের রানার্সআপ উল্ফসবুর্গও। এবারও উল্ফসবুর্গের ত্রাতা ডেনিশ স্ট্রাইকার নিকলাস বেন্টনার, কোলনের বিপক্ষে ৩০ মিনিটে গোল হজম করে উল্ফসবুগ।