নিজস্ব প্রতিবেদকঃ
আমেরিকা প্রবাসী সাংবাদিক, কলামিস্ট জুয়েল সাদত এক সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসেছেন। বৃহস্পতিবার (১ আগষ্ট ২০১৯) বিকেলে তিনি প্যারিসে পৌঁছলে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আয়োজন করা হয় সংবর্ধনার। প্রেসক্লাবের সাংবাদিক এবং কমিউনিটির বিভিন্ন নেতৃব়ন্দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উক্ত অনুষ্ঠান।উপস্থিত অনেকেই আনন্দ মনে খানিকটা আড্ডায় মেতে ওঠেন।
ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল মালেক হিমুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম, সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম ও দপ্তর সম্পাদক দবীর মোহাম্মদ। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা ব্যবসায়ী ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সেক্রেটারী সুব্রত ভট্টাচার্য শুভ, সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ, হাফিজুর রহমান জাভেদ, লুকমান আহমদ, আফজল চৌধুরী, সাইফুর রহমান শিপু, আহমেদ নেওয়াজ কামরান প্রমুখ।