মদের জন্য বিখ্যাত ইউরোপের দেশ ফ্রান্সে প্রায় ১ কোটি লিটার বিয়ার ড্রেনে ফেলে দিতে হচ্ছে। এর ফলে দেশটির ৯৮ শতাংশ বিয়ার উৎপাদনকারী ৩০০ প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ছে। সম্প্রতি ফ্রান্সের বিয়ার উৎপাদনকারীদের সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, পুরো ফ্রান্সের চাহিদা মেটাতে বিয়ারগুলো উৎপাদন করা হয়েছিল গত মার্চে। এরপরই মহামারি করোনাভাইরাসের জেরে দেশটিতে লকডাউন শুরু হয়। এ কারণে বিয়ার বিক্রি করতে পারেননি তারা। বিয়ারগুলো বাক্সবন্দি হয়েই পড়ে থাকে। সেভাবেই মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়।
তিন মাসের মাথায় বিয়ারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সে কারণে ফেলে দিতে হচ্ছে। তাতে কয়েকশ’ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন উৎপাদনকারীরা। ফ্রান্সের বিয়ার উৎপাদনকারী সংগঠনের প্রধান ম্যাক্সিমে কোস্তিলহেস জানিয়েছেন, ‘এগুলো হোপি বিয়ার। এগুলো দুই-তিন মাস রাখলেও স্বাদ-গুণাগুণ নষ্ট হয়ে যায়।’