শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

যুক্তরাষ্ট্রের ১৪ রাজ্যে করোনার বিস্তার এখনো উদ্বেগজনক




এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক:

অন্তত ১৪টি রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে।এখনো নিয়ন্ত্রনে নেই যুক্তরাস্ট্রের করোনা পরিস্থিতি। যুক্তরাস্ট্রে ওয়াল্ডোমেটারের তথ্যমতে সুস্থ হওয়ার সংখ্যা ৫লাখ ১৯ হাজারের উপরে,তবে এই তথ্য জনমনে স্বস্থি আনতে পারছেনা কারন এখনো ২৪ ঘন্টায় শনাক্ত হচ্ছেন ২৫ হাজারের উপরে মানুষ। ভাইরাসের নীরব বহনকারীদেও চিহ্নিত করতে না পারায় বিস্তার ঠেকানো যাচ্ছেনা বলে মনে করেন বিশেষজ্ঞরা।
১২০৯ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায় বর্তমানে মৃতের সংখ্যা একলাখ৪ হাজার ৫৩৯জন। শনাক্ত ১৭লাখ ৯৩ হাজারের উপরে। নতুন করে শনাক্ত ২৫ হাজারের উপরে। এদিকে একদিনে ২০ হাজার সুস্থ হয়েছেন,মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫লাখ ১৯ হাজারের উপরে। সুস্থ হওয়ার র্সখ্যা বৃদ্বি আশাব্যঞ্জক।
নিউইয়র্কে সামগ্রিক পরিস্থিতি উন্নতির ধারায় রয়েছে। ২৪ ঘন্টায় মারা গেছেন মাত্র ৯৮জন,শনাক্ত হয়েছেন প্রায় ২হাজার । ১৪টি রাজ্যে মৃত্যু অব্যাহত রয়েছে। বেশী মৃত্যু নিউজার্সী অঙ্গরাজ্যে ১২৪জন যা নিউইয়র্ক থেকে বেশী,এ্যালিনইস অঙ্গরাজ্যে নতুন মৃত্যু ৮৪জন,,ম্যাসাচুসেট রাজ্যে ৭৮জন,ক্যালিফোনিয়ায় ৯৮জন,প্যানসেলভেনিয়ায় ৬৮জন,টেক্সাস,মিশিগান,ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যেসহ ৪০টি অঙ্গরাজ্যে চলছে মৃত্যু মিছিল।
নিউজার্সী,এ্যালিনইস,ক্যালিফোর্নিয়ায়,শনাক্ত একলাখের উপরে রয়েছে। নিউইয়র্কে মোট শনাক্ত প্রায় ৩লাখ ৭৭ হাজারেরউপরে, মোট মৃত্যু ২৯ হাজার ৭৫১জন। সুস্থ ৭৫ হাজারের উপরে। ৮জুন তুলে দেয়া হবে নিউইয়র্ক সিটির লকডাউন। প্রথম ধাপের গাইডলাইন অনুযায়ী কঠোর নিয়মনীতি মেনে তাদেও কার্যক্রম শুরু করতে পারবে। নিয়ম না মানলে হটলাইনে ফোন কওে অভিযোগ করা যাবে বলে জানিয়েছেন মেয়র ব্লাজিও। ৮জুন সিটির বাইরের এলাকা দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রতিস্টান খোলার অনুমতি পাবে এর মধ্যে সেলুন রয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে নার্সিংহোমের মৃত্যুহার কমাতে পারেনি। নতুন কওে ২১জনের মৃত্যু হয়েছে নিউইয়র্কে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: