মুখোশটা পরো মুখে
অবহেলা করোনা
খালিহাতে কক্ষনো
এটা ওটা ধরোনা।
দৈনিক বিশ বার
হাত ধুতে হবে রে
দরোজার হাতলটা
ছুঁতে পার তবে রে।
সামাজিক দূরত্ব
মেনে চলা চাইরে
প্রয়োজনে কখনো
যদি যাও বাইরে।
ঘরে থাকো,
অকারণে বের হয়ে
শুধু শুধু মরোনা
ফনা তুলে,
চারিপাশ ঘিরে অাছে
মহামারী করোনা।