বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

হয়নি এবার বর্ষবরণ




 

লোকমান আহম্মদ আপন

 

এমনতরো বোশেখটা তো এর আগে আর আসেনি
সোনাঝরা ঝকঝকে রোদ তার পরও কেউ হাসেনি
হয়নি এবার বর্ষবরণ
নানান রকম হর্ষ ঝরন
হয়নি কিছুই, বাঙালিরা আনন্দে আজ ভাসেনি।

করোনা বা কভিড ঊনিশ সব দিয়েছে মাটি করে
জান বাঁচাতে বিশ্ববাসী বন্দী হয়ে আছে ঘরে
মরছে মানুষ হাজার হাজার
বিশ্ব এখন লাশের বাজার
বর্ষবরণ হয়নি তো তাই, করোনাতে মরার ডরে।

প্যারিস ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: