মুখের নেকাব খোলো নর্তকী
চটজলদি খোলো চোখের কালোচশমা
গতর খোলো
সতর খোলো
বক্ষবন্ধনী তা-ও খোলো।
ক্ষুধার্ত আমি খাবলে ছিঁড়ে ভক্ষণ করবো- .
ষোড়শীকাঁচামাংস তোমার যুবতীহাড্ডি,
উদ্ভ্রান্ত শিশ্নের উপর্যুপরি ধর্ষণে-
ক্ষতবিক্ষত করবো কুমারী যৌনাঙ্গের কুমেরুপর্বত;
তারপর
তোমার বাতাসীআত্মা বোতলবন্দি করে
বৈজ্ঞানিক দূরবীনের প্রাযুক্তিক দর্শনে
“কই’র তেলে ভাজবো কই”
আর “অণুজীব ধ্বংসে অণুজীব”-
তথ্যের সঠিকপ্রয়োগে
আবিষ্কার করবো
প্রতিষেধক তোমার-
টিকা তোমার-
করোনার ভ্যাকসিন।।