চোরাকাণ্ড
____________
চালচোরাদের ঘরের গর্তে হাজার চালের ভাণ্ড দেখো!
খাটের নিচে তেলের খনি তেলচোরাদের কাণ্ড দেখো!
নাই মোটে নাই লজ্জাশরম!
চোরায় কী আর বোঝে ধরম!
ওদের কাছে নয় নিরাপদ করোনার ত্রাণফাণ্ডও দেখো!
চালচুরি
____________
চালচুরিটা এইক’টাদিন না করলে কি হয় না তোদের?
যেক’টাদিন করোনার ত্রাস দে-না-রে-দে বাঁচতে মোদের!
বাঁচলে অনেক সুযোগ পাবি
ইচ্ছেমতো তখন খাবি
এসবও কী বলতে হবে এতই কমতি জ্ঞানও বোধের?
তেলচোরাদের তেলখনি
_______________
খাটের নিচে তেলের বোতল তেলচোরাদের তেলখনি
চোখ ঘুরাবে দেখলে তাদের অট্টালিকা,বেলকনি
বংশপরম্পরায় এরাই নেতানেত্রীর আসনে
দিব্যি বসে মঞ্চকাঁপায় অগ্নিঝরা ভাষণে
কেন জানো দেশটা এমন?-নেপথ্যে অইসবশনি।
লোভাতুর চোখ
_________________
আমার ত্রাণে আমার মালে আমার অধিকারে
শকুনগুলোর লোভাতুর চোখ কেন বারেবারে?
কে দেবে তার জবাব?
মূলে কীসের অভাব?
চিহ্নিত তা করতে আমরা মাথা ঘামাই না-রে
আমার সম্পদ
________________
আমার ভোটে আমার রায়ে নির্বাচিত হয়ে
আমার সম্পদ গ্রাস করে খায় নিত্য ছয়েনয়ে
কারে কীযে বলি
নিজকে নিজে দলি
মুখের তালা হয় না খোলা বিপদডাকার ভয়ে।
###