বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপন এর সমকালীন ছড়া : মন খারাপের দিন




(তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত সকলের আত্মার শান্তি কামনায়)

মন খারাপের দিন আমাদের
মন খারাপের দিন
পৃথিবীটা উঠছে ক্ষেপে
নিচ্ছে এখন মেপে মেপে
করছে আদায় তার উপরে
অত্যাচারের ঋণ,
মন খারাপের দিন আমাদের
মন খারাপের দিন।

ভূমিকম্পে, ঘূর্ণিঝড়ে
লাশের সারি থরে থরে
মহামারিটাও ছাড়েনা
অত্যাচারের সুদ
মানবজাতির নাইরে তাও
নিজের ক্রুটিবোধ।

৭ ফ্রেব্রুয়ারি ২০২৩, প্যারিস ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: