বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লোকমান আহম্মদ আপন এর কবিতা : বাংলাদেশ




লোকমান আহম্মদ আপন এর কবিতা : বাংলাদেশ


আমি সারা পৃথিবী চষে বেড়াই, একখন্ড
বাংলাদেশ হয়ে। আমার জন্মভূমি বাংলাদেশ, আমি বাঙালি, এটা আমার চির অহংকার।

আমি যেখানেই থাকি, বসবাস করি যে কোনখানে , আমার
অস্থিত্বে মিশে থাকে আমার প্রিয় বাংলা মা। আমার
প্রিয় স্বদেশ, বাংলাদেশ। আমার চেতনাকে সদা জাগ্রত রাখে
মহান ভাষা আন্দোলন আর মহান স্বাধীনতা সংগ্রাম।

বাংলা আমার মা। সুজলা, সুফলা নদীমাতৃক এমন সবুজ দেশ
কোথাও নেই। আমি বাঙালি, বাঙলা
আমার অহংকার। এই বিশ্ব ভূবন যতোদিন থাকবে, যতোদিন
থাকবে পৃথিবীতে প্রাণের অস্থিত্ব, ততোদিন মাথা উঁচু করে
দাঁড়িয়ে থাকবে আমার সোনালী স্বদেশ, আমার জন্মভূমি
বাংলাদেশ।

আমার গান, আমার কবিতা, আমার প্রতিবাদ, কিংবা
আমার ভালোবাসা, এ যে লাখো শহীদের রক্তে ধূয়া পবিত্রতায়
পরিশুদ্ধ।
বিশুদ্ধ এক মানবিক পরিব্রাজব আমি , আমার অস্তিত্বে
সদা জাগ্রত চিরঞ্জীব এক নাম- বাংলাদেশ।

৬ আগস্ট ২০২৩, প্যারিস, ফ্রান্স।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: