প্রাপ্তিবোধ
দিন শেষে় সন্ধ্যায় সুখের স্পর্শে রাত্রি নামে
ভাবনার কার্নিশ তখন কবিতা কন্যার প্রবেশ
তারপর রাতের শরীরে লাগেনা মেঘের কাফন
আকাশের সব আয়োজন তোমাকে ঘিরে
রাত জাগবে তারা তোমার প্রশংসার পঞ্চমুখে
আমার জীবনে তখন তোমার প্রাপ্তিবোধ সুখ স্কেলের মাত্রা ছাড়ায়।
18 জুন 2024
ধারাকান্দি,তারাকান্দা,ময়মনসিংহ ।
সেদিন আমাদের দু’জনের মনে
নিয়তি মেনে নিয়েছি
শেফালি’কে নিয়ে পৃথিবীর সব’চে সুখী হবো
চিরদিন অটুট থাকবে আমাদের বন্ধন।
শেফালি, অনাগত সুখের প্রত্যাশায়
যুগলবন্ধি ভালোবাসায় তুমি আমাকে অনেক ভালোবাসবে
এ আমার আশা ও বিশ্বাস ।
আমার আর শেফালির মিলন সোনার ফ্রেমে বাঁধা থাকুক
নান্দনিকতায় ভরে থাকুক জীবনের বাকিটুকু সময় ।
নাম লিখেছিলেন একটি খামে শেফালি আর কালাম
শান্তি সুখের বাঁধবো বাসা চুড়ান্ত জীবনে পৌঁছালাম।
চিরদিন আমরা দু’জনে দু’জনকে রাখবো মনে।
27 এপ্রিল 2007
ফরিদপুর,তারাকান্দা,ময়মনসিংহ ।