বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

বদরুজ্জামান জামান-এর কবিতা




উলঙ্গরাও নিজেদের শোভিত দাবি করে
বদরুজ্জামান জামান

রাস্তায় দাঁড়িয়ে পতিতা ডেকে
পতিতরা ঘরে তুলে
পাথরে স্মৃতিপত্র লিখে
উপাসনালয়ের দেয়ালে ঝুলিয়ে রাখে ধর্মগ্রন্থের শপথে ।

উলঙ্গ দেহে দেহাভৃতির নসিহত শোনায় অসুর ধ্যানী কিছু শুকর
কিছু কাক উচ্ছিষ্ট ভক্ষণ শেষে নদীর জল পান করে
স্বঘোষিত নিজের বিশুদ্ধতা ছড়ায় জনস্রোতে।

এ যুগের কিছু গুহাবাসী অনাবাদি
আর কিছু গোবরে ফোটা পদ্ম
হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার নেশায়
স্রষ্টার তুষ্টির অভিনয়ে অসুর পূজারী হয়
ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ হলে
উলঙ্গরাও নিজেদের শোভিত দাবি করে উপাসনালয়ে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: