মো. আবুল কালাম তালুকদার
হাঁটতে হাঁটতে বেদনার রং ভুলে যাই
কিংবা কখন কোথায় দুঃখ পেয়েছি
তাও মনে নেই।
বোশেখের এ কুষ্ণচূড়া সন্ধ্যায়
হারানোর ব্যাথা ভুলে
প্রত্যাশা ও প্রাপ্তির হিসেবে নয়
অনন্ত মানুষ হিসেবে জয় লাভ করি।
ভাগ্যরেখায় সুখ ও দুঃখ দুই থাকে
ঘৃণা ভালোবাসা তাও
আমি মানুষ হয়ে ভালোবাসতে পারি নি কাউকে
তবুও অসংখ্য মানুষের ভালোবাসা পাই।