বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

মোহাম্মদ আব্দুল হক-এর দুটি কবিতা




পৃথিবীর পথে

আমি এই পৃথিবীর পথে হাঁটি
তিনভাগ জল তার একভাগ মাটি।
ভালো কথা নিয়ে ছুটি পৃথিবীর পথে
পায় না-তো সে-জন যে ছুটে বাঁকা পথে
পৃথিবীর পথ-উঁচু নিচু আঁকাবাঁকা সোজা
আমার কাজ হলো শুধু সরল পথ খোঁজা।
সরল পথের সন্ধান করি পেয়ে যাই দেখাই
তুমি না এলে-ও এ পথে হেঁটে চলি একা-ই।।

বেঁচে থাকো

এখানে মানুষ মরে দুর্ঘটনায় আর যুদ্ধ যুদ্ধ খেলায়
মানুষ মরে বন্যায় খড়ায় ঘূর্ণীঝড় মহামারী আর ক্ষুধায়।
নিত্য মৃত্যুর মিছিলে অনিচ্ছার স্বপ্নেরা মিলছে দেখি
সকাল হলে তাই জেগে উঠে খুঁজি বেঁচে আছি নাকি?
প্রিয়তমা হাত বাড়িয়ে এগিয়ে দিলে নিজেকে খুঁজি
হাতে নিয়ে চুমুক দিতেই ঠোঁটে গরম লাগলো বুঝি!
মুহূর্তে ঘোর কেটে যায় জানালা খুলে বিস্ময়ে তাকাই
বেঁচে আছি আকাশ বেঁচে থাকো বন্ধু তোমরা সবাই।।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: