বিশিষ্ট ছড়াকার ও কবি পিয়ার মাহমুদ। তাঁর ‘এই_নাও_হৃদয়ের_চাবি’ কবিতা গ্রন্থ থেকে একটি ছড়া প্রকাশ করা হলো। আজকের দিনের নেতাদের নিয়ে কবি লিখেছিলেন ২৫ বছর আগেই।
#দলছুট_নেতা
পিয়ার মাহমুদ
শাসকরা হয়ে গেছে
শোষকের মতো
নিজিদের নিয়ে তারা
হামেশাই ব্রত।
প্রজাদের মাঝে যদি
থাকে কারো ধন
গরীবের কথা সেও
ভাবে না তখন।
শাসকরা শাসক হয়
আমাদের ভোটে
শাসক হয়ে আমাদের
খায় তারা লুটে।
ভাবে না সে আগামীতে
পাবে কি না ভোট
কেউ দলে নীতি ছাড়া
কেউ দলছুট।
##
০৮/০১/১৯৯৫ ইং